দেশের বিভিন্ন স্থানে ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগেরঘটনাসমূহের আংশিক চিত্র:
ঢাকা বিভাগ:
ঢাকা মহানগর ও জেলা:
§ সূত্রাপুরে লক্ষ্মী নারায়ণ মন্দিরের পাশে সঞ্জয় ঘোষের ৩টি দোকান দখল করে নিয়েছে দুর্বৃত্তরা;
§ খিলগাঁও নন্দীপাড়া কালী মন্দিরে হামলা ও ভাংচুর এবং আশপাশের সংখ্যালঘু বাড়ীঘরে হামলা, ভাংচুর লুটপাট;
§ তাঁতীবাজার শিবমন্দির সংলগগ্ন সংখ্যালঘু ৫০টি পরিবারের উপর যেকোন সময় হামলার হুমকি দিচ্ছেদুষ্কৃতকারীরা;
§ মুগদা থানার ৭১নং ওয়ার্ডের মান্ডায় বিপ্লব রাজবংশীর স্বর্ণের দোকানে এবং গোপাল রাজবংশীর ঔষধের ফার্মেসীতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে দুর্বৃত্তরা;
§ সবুজবাগ থানার রাজারবাগে সংখ্যালঘুদের বাড়ীঘরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে লুটপাট করছে;
§ বাড্ডার কালাচাঁদপুরে বুদ্ধবিহারের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে নিয়েছে দুষ্কৃতকারীরা;
§ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি দিপালী চক্রবর্তী’র ধামরাই এর বাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে;
§ বেইলী রোডে মানিক লাল চৌধুরীর মালিকানাধীন রেস্তোরায় হামলা চালানোর উপর্যুপরি হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা, যেকোন সময় তারা হামলা করতে পারে।
নারায়ণগঞ্জ জেলা:
§ নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় কাশীপুর গ্রামে অশোক সরকারের বাড়িতে হামলা ও লুটপাট;
§ ভুইগর ফতুল্লা থানায় নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের সহসভাপতি শ্রী মাখন চন্দ্র সরকারের বাসভবনে মাত্রই আগুন দিয়ে সব লুটপাট করে নিয়ে যায় সেই সাথে আগুন দেয়;
§ আড়াইহাজারে রাম ডাক্তারের বাড়ীতে হামলা ও ভাংচুরের চেষ্টা, বাড়ী ঘেরাও করে রেখেছে দুর্বৃত্তরা;
§ আড়াইহাজার উপজেলার গোপালদিতে সুজন সাহার বাড়ীতে হামলা, ভাংচুর, মারধর ও লুটপাট;
§ রুপগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি গনেশ পালের দোকান ভাংচুর ও লুটপাট;
§ নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের উপদেষ্টা শ্রীমতি সীমা পাল শিলার বাড়িতে হামলা, লুটপাট।
মুন্সিগঞ্জ জেলা:
§ সদর উপজেলায় থানার পাশে হিন্দু পাড়ায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা;
§ টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়ায় রামকৃষ্ণ মিশনের মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা;
§ সিরাজদিখান উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দেবনাথের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা;
§ শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কামারগাঁওয়ে ইউপি. সদস্য রতন সাহার বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, মারধর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা।
নরসিংদী জেলা:
§ নরসিংদী পূজা উদযাপন পরিষদের নেতা ব্যবসায়ী দীপক সাহার বাড়ী ও অফিসে ভাংচুর ও লুটপাট।
মানিকগঞ্জ জেলা:
§ ভালুকার গফরগাঁও রোডের মানিক নন্দীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ দৌলতপুর থানার জিএলপুর ইউনিয়নের ঠাকুরবাড়ী আক্রমণ করেছে দুর্বৃত্তরা, বরুন চক্রবর্তীকে আটকিয়ে রেখেছে।
কিশোরগঞ্জ জেলা:
§ সদরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলার ঐক্য পরিষদের আহবায়ক অধ্যাপক প্রণব কুমার সরকারের বাড়ীঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ;
§ কুলিয়ারচরের আগরপুর গ্রামে নকুল কুমার ও সুশান্তের বাড়ীতে অগ্নিসংযোগ;
§ কুলিয়ারচরের তারাকান্দিতে হিন্দুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ।
ফরিদপুর জেলা:
§ সদরে ডেঙ্গামারী ও কৃষ্ণপুর গ্রামে হিন্দু পাড়ার লোকজনদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা, এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
টাঙ্গাইল জেলা:
§ দেলদোয়ার উপজেলা বাজারে কালিমন্দিরে হামলা, ভাংচুর এবং ভজন কুমার মিত্রের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ বড়কালীবাড়ী এলাকায় সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলার চেষ্টা;
§ গোপালপুর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ কুন্ডুর বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাংচুর, মারধর ও লুটপাট, তার মা-কে গুরুতর জখম;
§ মির্জাপুর উপজেলার রানাইল গ্রামে ভূষন্দি রথখোলা মাঠ দখল করে নিয়েছে দুর্বৃত্তরা;
§ টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে’র বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।
মানিকগঞ্জ জেলা:
§ ঘিওর থানার বড়বটিয়া ইউনিয়নের রাহুল গুহ মজুমদার ও স্বাধীন গুহ মজুমদারের পারিবারিক দূর্গা ও কালি মন্দিরে হামলা হয়েছে।
গাজীপুর জেলা:
§ মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত মল্লিকের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ।
রাজবাড়ী জেলা:
§ রাজবাড়ী জলডাঙ্গার শিমুলবাড়ী ইউনিয়নের রথবাজারে সংখ্যালঘুদের দোকানপাটে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ফরিদপুর জেলা:
§ মধুখালির পুরবদি বাজারে সংখ্যালঘুদের দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট।
শরীয়তপুর জেলা:
§ সদরের ধানুকা মন্দিরে ভাংচুর এবং আশপাশের সংখ্যালঘু বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট।
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম জেলা:
§ সাতকানিয়া উপজেলা ঐক্য পরিষদের নেতা ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশের পারিবারিক ফার্মেসীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ বাঁশখালীর চাম্বলস্থ ইউনিয়নের কম্পিউটার অপারেটর সৌরভ নাথের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ;
§ রাউজানের নোয়াপাড়া গ্রামে সংখ্যালঘুদের বাড়ীঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে;
§ পতেঙ্গা থানার কাজল কান্তি লোদের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের চকবাজারে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরে নবগ্রহ মন্দিরে হামলা, ভাংচুর ;
§ হাজারীগলির সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলার চেষ্টা, প্রতিরোধের মুখে পিছু হটেছে দুর্বৃত্তরা;
§ রাউজানে উজ্জল চক্রবর্তীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ রাউজানের বিনাজুরী গ্রামে চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরীর বাড়ীতে ব্যাপক হামলা, ভাংচুর, মারধর ও লুটপাট;
§ রাউজানের পেনেল মেয়র সমীর দাশগুপ্তের বাড়ীতে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট;
§ কাঠগড় হিন্দু পাড়ায় মন্দির দখলের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা এবং দখলের প্রস্তুতি নিচ্ছে;
§ রাউজানে উজ্জল চক্রবর্তীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, বাজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাপস কান্তি দত্তের বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর;
§ পাড়াতলীতে সুজন দাসের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ রাউজানের সুরক্ষা গ্রামে কাজল নাথের দোকান ও বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ উত্তর কাঠতলীর ১০নং ওয়ার্ডের আচার্য্য পাড়ায় গতকাল রাতে মুখোশ পরিহিত দুষ্কৃতকারীরা আক্রমণ করতে আসে, হিন্দুদের প্রতিরোধের মুখে তারা পিছু হটেছে।
ফেনী জেলা:
§ শহরের দূর্গা মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুষ্কৃতকারীরা। লক্ষ্মীপুর জেলা:
§ চন্দ্রগঞ্জে গৌতম মজুমদারের বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
§ রামগতি উপজেলার টুমচড়ে আশু কুমার দাসের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩ লক্ষ টাকা চাঁদা দাবি।
নোয়াখালী জেলা:
§ হাতিয়ার সোনাদিয়ায় সহদেব রায়ের বাড়ীতে হামলা, মারধর, শ্লীলতাহানী, ভাংচুর ও লুটপাট;
§ বসুরহাট উপজেলার চরহাজারী হারান মাস্টারের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট, হামলাকারীরা বিকাশ চক্রবর্তীকে তার বাড়ী থেকে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে যায়;
§ কবিরহাট থানার সোনাপুর রোডের পাশে পুকুর পাড়ে হিন্দু মালিকানাধীন এলপিজি. স্টেশান দখল করে নিয়েছে দুর্বৃত্তরা;
§ করিবহাট রাঢ়ীপুকুর এলাকায় উত্তম কুমারের মালিকানাধীন সততা এলপি. গ্যাস স্টেশন দখল করে নিয়েছে দুর্বৃত্তরা;
§ সুবর্ণচর উপজেলা ঐক্য পরিষদের নেতা ডা. উৎপল মজুমদারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা;
§ সুবর্ণচর উপজেলার ২নং পশ্চিম চড়ভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিবচরণের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
চাঁদপুর জেলা:
§ ফরিদগঞ্জ উপজেলায় হরিপদ দাসের বাড়ীঘরে হামলা, ভাংচুর, লুটপাট;
§ ফরিদগঞ্জে গুপ্তি ইয়নিয়নে হিন্দু পাড়ায় ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট।
কুমিল্লা জেলা:
§ মুরাদনগরের রোহিতপুরের বণিক পাড়ায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ মুরাদনগরে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর;
§ দাউদকান্দি পূজা পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক তাপস অধিকারীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ দাউদকান্দির মালিকাও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তাপস অধিকারীর বাড়ীতে হামলা করেছে দুষ্কৃতকারীরা।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা:
§ সদরের পূর্ব পাইকপাড়া কৈবল্লভূম আশ্রমে হামলা, পুকুরের ঘাট ভেঙ্গে দখল করে নিয়েছে।
ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ জেলা:
§ ফুলপুরের বালিয়া ইউনিয়নের ডুমকুল গ্রামে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, মারধর, ভাংচুর ও লুটপাট;
§ গৌরীপুরে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী প্রদীপ দেবনাথের ২টি গাড়ী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা;
§ তারাকান্দা উপজেলায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ মুক্তাগাছায় অশোক পাল ও উজ্জল সাহার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ গৌরীপুর উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহার বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ তারাকান্দা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তীর বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট;
§ শম্ভুগঞ্জের ৩২নং ওয়ার্ডে শ্যামল পালের বাড়ীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা;
§ আনন্দমোহন কলেজ সংলগ্ন রেখা রানী সরকারের বাড়ীতে গিয়ে দুর্বৃত্তরা চাঁদা দাবি করেছে, না দিলে দেশ ছেড়ে যেতে হুমকি দিয়েছে;
§ গফরগাঁও বাজারে সংখ্যালঘুদের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দখল করে নিয়েছে দুর্বৃত্তরা;
§ সদরে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. পিযুষ কান্তি সরকারের চেম্বারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তার গ্রামের বাড়ী ধোবাউড়া উপজেলায় মালিকানাধীন জমি দখল করে নিয়েছে দুর্বৃত্তরা।
শেরপুর জেলা:
§ শ্রীবর্দী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতির বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট;
§ শেরপুর জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্যের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ শেরপুর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকারের বাড়ীতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ নালিতাবাড়ী উপজেলার হিন্দু পাড়ায় সংখ্যালঘুদের বাড়ীঘরে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট।
নেত্রকোনা জেলা:
§ সদরে রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরে হামলা, ভাংচুর এবং সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা;
§ দূর্গাপুর উপজেলায় বিরিশিরি ইউনিয়নে খ্রিস্টান চার্চে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহী বিভাগ:
জয়পুরহাট জেলা:
§ ক্ষেতলাল থানার আরামপুর ও পুরগঞ্জে সংখ্যালঘুদের দোকনাপাটে হামলা, ভাংচুর ও লুটপাট।
নওগাঁ জেলা:
§ পতœীতলা উপজেলায় হিন্দু পাড়ায় বাসন্তী নন্দীর লক্ষ্মী মন্দিরে আক্রমণ করেছে দুর্বৃত্তরা, আশপাশের ৩০-৪০টি সংখ্যালঘু পরিবারকে হামলার হুমকি দিচ্ছে, বর্তমানে তারা চরম আতঙ্কে আছে।
নাটোর জেলা:
§ লালপুর দুরদরিয়া ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে ডা. হরগোবিন্দ মন্ডলের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট এবং পুণরায় হামলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা, সকলেই আতঙ্কে মধ্যে রয়েছে;
§ লালপুর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার সরকারের বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং সংখ্যালঘুদের ৪টি দোকানে হামলা করে লুটপাট করেছে দুর্বৃত্তরা।
বগুড়া জেলা:
§ ভবানীপুরে শক্তিপিঠ মন্দিরে হামলা, ভাংচুর;
§ মধুপুর ইউনিয়নের হরিখালি বাজারে সংখ্যালঘুদের দোকানপাট ও পার্শ্ববর্তী বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ শিবগঞ্জের নারায়নপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলকায় হামলা, ভাংচুর ও লুটপাট;
§ বড়গোলা তিলপট্টিতে সংখ্যালঘুদের ৫-৭টি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ দুপচাঁচিয়া উপজেলার সাহাপুকুর গ্রামের ডা. গৌতম কুমার মন্ডলের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট।
সিরাজগঞ্জ জেলা:
§ তাড়াশ উপজেলায় ঘোষপাড়া কর্মকার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ পূজা কমিটির সভাপতি সন্তোষ কুমার কানুর দোকানে আগুন;
§ সিরাজগঞ্জ ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদকের সোনার দোকানে ভাঙচুর ও লুটপাট;
§ সিরাজগঞ্জের পূজা কমিটির সদস্য অজয় দত্তের দোকান পুড়িয়ে দিয়েছে;
§ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পূজা কমিটির নেতা ও সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে হত্যা করা হয়েছে।
পাবনা জেলা:
§ বেড়া থানার অন্তর্গত হাতুড়িয়ায় সংখ্যালঘু বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট।
খুলনা বিভাগ:
খুলনা জেলা:
§ রূপসা থানার হাইসগাতী গ্রামের শ্যামল কুমার দাস ও স্বজন কুমার দাসের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ খুলনা জেলা ঐক্য পরিষদের সভাপতি বিমান বিহারী অমিত ও যুব ঐক্য পরিষদের সভাপতি অনিমেষ সরকার রিন্টুর শহরের টুটপাড়ায় বাড়ীতে ভাংচুর, লুটপাট;
§ দাকোপের বানিসান্তার আমতলীতে ইউ.পি সদস্য জয়ন্ত গাইনের বাড়ীতে হামলা, ভাংচুর;
§ কয়রার দাসপাড়ায় সংখ্যালঘু বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ কয়রা উপজেলার মালিখালি গ্রামে হিন্দু পাড়ায় হামলা, ভাংচ্রু ও লুটপাট;
§ কুয়েট বিশ্ববিদ্যালয়ের পাশে সাহা পাড়ায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ খুলনা মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহার গোডাউনে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ দীঘলিয়ার চন্দনিমহলের স্টার জুট মিলস ১নং গেইটের নৃপেন রায় ও তার ছেলে অনুপ রায়কে হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা, যেকোন সময় তার বাড়ীতে হামলা হতে পারে;
§ খ্রিস্টান পাড়ায় চার্চে ইট পাটকেল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা।
যশোর জেলা:
§ অভয়নগরে ধোপাদি পালপাড়া গ্রামে ৩টি বাড়ীতে অগ্নিসংযোগ;
§ বাঘারপাড়া নারিকেল বাড়ীয়ায় চেয়ারম্যান বাবলু সাহার গোডাউনসহ ২২টি দোকান ভাংচুর ও লুটপাট;
§ কেশবপুরে সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের বেচপাড়ায় সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলার চেষ্টা;
§ বর্মণপাড়ায় সংখ্যালঘু বাড়ী-ঘরে হামলা, মারধর, ভাংচুর ও লুটপাট;
§ ঝিকরগাছা উপজেলা ঐক্য পরিষদের তথ্য ও যোগাযোগ সম্পাদক কুমার চন্দ্র দাসের পদ্মপুকুরের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, বাঘারপাড়া ও ঝিকরগাছায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট, এখন চলছে, ভয়াবহ অবস্থা, ক্যান্টনমেন্টে যোগাযোগ করেও কোন সহায়তা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ;
§ সদরে কার্তিক পোদ্দারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ মনিরামপুর থানার দুর্বাডাঙ্গা বাজারে সংখ্যালঘুদের ৫টি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের কুন্ডু পাড়া ও পাড়া সংলগড়ব সংখ্যালঘুদের ১০-১৪টি বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট।
সাতক্ষীরা জেলা:
§ কলারোয়ায় সংখ্যালঘুদের ৮-১০টি দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সাতক্ষীরা জেলা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ;
§ সাতক্ষীরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সুব্রত ঘোষের বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ;
§ তালা উপজেলার কাঠিপাড়া বাজারে সংখ্যালঘুদের দোকানপাট ভাংচুর ও লুটপাট;
§ সদরের ৮নং ইউনিয়নের ২নং ওয়ার্ডে চন্দন সেন, ধীমান দত্ত ও আকাশ দত্তের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট।
ঝিনাইদহ জেলা:
§ চাকলাপাড়া পৌরসভায় ১০টি সংখ্যালঘু পরিবারের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে;
§ পৌরসভায় ১০টি হিন্দু পরিবারের বাড়ীঘরে হামলা চালিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে;
§ কোটচাঁদপুরে সংখ্যালঘুদের দোকানে হামলা, ভাংচুর, লুটপাট এবং চাঁদা দাবি;
§ সদরের চাকলাপাড়ায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরে পূজা উদযাপন পরিষদের নেতা রাম চন্দ্র সরকারের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট।
মাগুরা জেলা:
§ সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি সঞ্জিব বিশ্বাসের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ একই পরিবারের ৩ ভাইকে ঘরে ঢুকে মারধর করে গুরুতর জখম;
§ সিংড়া গ্রামে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলা শুরু, ব্যাপক ভাংচুর ও লুটপাট চলছে;
§ সদর উপজেলার সত্যউজিরপুর বাজারে সংখ্যালঘুদের দোকানপাটে হামলা হয়েছে;
§ মোহাম্মদপুরের বাবুল চ্যাটার্জি ও সুকান্ত চক্রবর্তীর দোকান লুটপাট, ভাঙচুর ও জবরদখল;
§ মাগুরার মোহাম্মদপুরের পূজা কমিটির সাধারণ সম্পাদক কানু তিওয়ারীর বাড়িতে আগুন ও দোকান ভাঙচুর;
§ চলমান আন্দোলনকে কেন্দ্র করে মাগুরা সদরে লিপিকা দত্ত এর তেলের পাম্প ‘দত্ত ক্লিন স্টেশন’ এ দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।
বাগেরহাট জেলা:
§ সদর থানার রাখালগাছী ইউনিয়নের স্কুল শিক্ষক মৃণাল কান্তি চক্রবর্তীকে কুপিয়ে নিমর্মভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা, তার স্ত্রী ও মেয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি;
§ ফকিরহাটের পিলজঙ্গ গ্রামে সংখ্যালঘুদের ৭০টি বাড়ীতে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট, আত্মরক্ষার্থে পরিবারগুলোর সকলেই বিলে আশ্রয় নিয়েছে;
§ বাগেরহাট সদরের ৪নং বিষ্ণুপুর ইউনিয়নের পল্লব দত্তের বাড়ীতে হামলা, ভাংচুর, মারধর ও লুটপাট;
§ বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলার ৪নং ওয়ার্ডে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট, আত্মরক্ষার্থে পরিবারগুলোর সবাই অন্যত্র পালিয়ে আছে;
§ মোড়লগঞ্জ উপজেলায় গোলপুনিয়া গ্রামে ড. সুকান্ত রায়ের বাড়ীতে হামলা করা হয়েছে;
§ মোড়লগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের ধান্দিপুর গ্রামে মিহির মন্ডল ও অনিমেষ পালের বাড়ীতে গত রাতে হামলা, ভাংচুর হয়েছে।
নড়াইল জেলা:
§ লোহাগড়ায় সংখ্যালঘুদের বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট, শ্লীলতাহানী;
§ সদরের ১২ নং বিশালী ইউনিয়নে ৯নং ওয়ার্ডের রোমদিয়া গ্রামে সুজয় বসুর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানী এবং চাঁদা দাবি ও হুমকি।
চুয়াডাঙ্গা জেলা:
§ জীবননগর উপজেলায় সংখ্যালঘুদের বাড়ীঘর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট। মেহেরপুর জেলা:
§ শহরের ইসকন মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
রংপুর বিভাগ:
রংপুর জেলা:
§ তারাগঞ্জে ইসকন মন্দিরে হামলার হুমকি, প্রস্তুতি চলছে;
§ বদরগঞ্জের ৫নং ইউনিয়নের সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে;
§ রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সভাপতি শ্রী হারাধন রায়সহ ২জন নিহত;
§ পীরগাছায় পূষ্প কীর্তনিয়ার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট।
দিনাজপুর জেলা:
§ ফুলতলা শ্মশান ঘাট জোরপূর্বক দখল করে নিয়েছে দুর্বৃত্তরা;
§ পার্বতীপুর কালিমন্দিরসহ ৫টি মন্দিরে হামলা ও ব্যাপক ভাংচুর;
§ সেতাবগঞ্জ বোচাগঞ্জে সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে;
§ চিরিরবন্দর থানার ৯নং ইউনিয়নের ধল্লা গ্রামের সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা;
§ পার্বতীপুর সেনপাড়া সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের বড় বন্দরে সংখ্যালঘুদের বাড়ীঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা;
§ সদরে হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ বীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের ইসলাম পাড়ায় লাটু মোহন্তের বাড়ীতে হামলা, পরিবারের সদস্যদেরকে মারধর ও লুটপাট;
§ বোচাগঞ্জ থানার ২নং ইছানিয়া ইউনিয়নের শন্ত গ্রামের চৌরঙ্গী বাজারে সংখ্যালঘুদের ৪০-৫০টি দোকানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, কিশোর রায় গুরুতর জখম;
§ ফুলতলা শ্মশানঘাট জোরপূর্বক দখল করে নিয়েছে দুর্বৃত্তরা;
§ পার্বতীপুর কালিমন্দিরসহ কমপক্ষে ৫টি মন্দিরে হামলা, ভাংচুর।
পঞ্চগড় জেলা:
§ সদরে ২ ও ৩নং ওয়ার্ডে সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের ১নং জোলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বপন দেবনাথের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ বোদা থানার পাঁচরির ইউনিয়নের হিন্দু পাড়ায় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ আটোয়ারী থানায় পুরাতন আটোয়ারী গ্রামে সংখ্যালঘুদের বাড়ীঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ দেবীগঞ্জে সোনাহারে গৌরাঙ্গ বাবুর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ দেবিগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সরদার পাড়ার মন্দিরে ভাঙচুর।
লালমনিরহাট জেলা:
§ জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ কুমার রায়ের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের রাজপুর গুরুব্রহ্ম আশ্রমে হামলা ও লুটপাট এবং কান্তিশ্বরপাড়া ও পঞ্চগ্রামে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, লুটপাট;
§ সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের অমিয় প্রসাদের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন রায়ের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা;
§ হাতিভাঙ্গার গোদামারিতে কেষ্ট কুমার বর্মণের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ আদিতমারী উপজেলার শবদল গ্রামে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদর উপজেলা ঐক্য পরিষদের সম্পাদক জীবন রায়ের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট এবং তাকে পিটিয়ে গুরুতর জখম।
গাইবান্ধা জেলা:
§ জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি মানিক কুমার সাহার বাড়ীতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ জেলা ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, সাংবাদিক দীপক কুমার পালের অফিস ও বাড়ীতে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ;
§ জেলা ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিরঞ্জন ঘোষের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ পলাশবাড়ী উপজেলা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ সাহার বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাট;
§ গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন তালুকদারের অফিস ও বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদর উপজেলার বোয়াল ইউনিয়নের পূজা পরিষদের সভাপতি মিলন সরকারের বাড়ীতে হামলা, ভাঙচুর লুটপাট;
§ সাঘাটা উপজেলার বিভিনড়ব ইউনিয়নে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
ঠাকুরগাঁও জেলা:
§ সদরে সংখ্যালঘুবাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের শীলপাড়া গ্রামে সংখ্যালঘুদের দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা;
§ পীরগঞ্জের ২নং ইউনিয়নের শ্মশান মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নিবসংযোগ ;
§ সদরের ইসকন মন্দিরে হামলার চেষ্টা, আশপাশের ৩০০ থেকে ৪০০ সংখ্যালঘু বাড়ীঘরে হামলার প্রস্তুতি;
§ ইসকন মন্দিরের উত্তর পাশে বিদেশ চন্দ্রের বাড়ীতে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট।
নীলফামারী জেলা:
§ সদর উপজেলার ১১নং সোনারায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অমূল্য চন্দ্র বিশ্বাসের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের সংখ্যালঘু বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ ডিমলা উপজেলার মেডিকেল মোড়ে কমল রায়ে দোকান ভাংচুর ও লুটপাট করে দখল করে নিয়েছে দুর্বৃত্তরা।
কুড়িগ্রাম জেলা:
§ ফুলবাড়ী উপজেলার রাবাইতানী গ্রামে মনোরঞ্জন সেনের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
সিলেট বিভাগ:
সিলেট জেলা:
§ সদরে ছাত্র ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক রকি দেবের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরে ২নং ওয়ার্ড কাউন্সিলর জগদিশ চন্দ্র দাসের অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট।
হবিগঞ্জ জেলা:
§ শায়েস্তাগঞ্জ বাজারে উপজেলা ঐক্য পরিষদের সভাপতি অসিত বরণ দাসের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ বানিয়াচঙ থানায় কর্মরত প্ুিলশ সন্তোষ কুমারকে নির্মমভাবে হত্যা করে তাঁর লাশের উপর উঠে উল্লাস।
বরিশাল বিভাগ:
বরিশাল জেলা:
§ গৌরনদী উপজেলার মাহিলারা হাই স্কুলের প্রধান শিক্ষকের বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা;
§ বানারীপাড়া উপজেলার কুন্ডু পাড়ায় সুব্রত কুন্ডু ও মন্টু কুন্ডু বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
ঝালকাঠি জেলা:
§ সদরে সাংবাদিক দুলাল সাহার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ কাঁঠালিয়া থানার বাঁশবাড়িয়া গ্রামের ৯নং ওয়ার্ডের অবিনাশ চন্দ্র সান্যালের নিকট দুর্বৃত্তরা সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে, নইলে দেশ থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে।
পটুয়াখালী জেলা:
§ কুয়াকাটায় রাধাগোবিন্দ মন্দিরের হামলা, ভাংচুর এবং অনন্ত মূখার্জীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট।
পিরোজপুর জেলা:
§ সদরের গোপালপুরের রায়েরকাঠিতে সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সদরের ২নং ওয়ার্ডের গৌর নারায়ণ রায়চৌধুরী ও গোপাল চন্দ্র বসুর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ১নং ওয়ার্ডের দিলীপ কুমার মৃধার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট;
§ সংগাতি ইউনিয়ের বড় ব্রিজ হাইস্কুল সংলগড়ব কালিবাড়ীতে লুটপাট চলছে;
§ পিরোজপুর মঠবাড়িয়া হরিচাঁদ ঠাকুরের মন্দিরে হামলা;
§ নাজিরপুরের শ্রীরামকাঠি বাজারে সংখ্যালঘুদের দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা;
§ ইন্দুরকাঠিতে সংখ্যালঘুদের ২০টি বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ।
- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ