(বর্তমানে ওয়েবসাইট এর কাজ চলছে। আমরা অনেক তথ্য পেয়েছি। যাচাই বাছাই এর পর ধীরে ধীরে সেগুলো সাইটে যোগ করা হবে। তথ্য সাবমিট করে আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ)
সারাদেশে ঘটতে থাকা টার্গেটেড সংখ্যালঘু নির্যাতন এর ঘটনাগুলি ট্র্যাক করার জন্য এবং হুমকি ধামকি গুলি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনার জন্য এই ফর্মটায় তথ্য দিয়ে সহযোগিতা করুন।
আপনি যদি ঘটনা সম্পর্কে একদম কনফার্ম হয়ে থাকেন, তাহলে ছবি ভিডিও এবং যতটুকু ডিটেইল সহ পারা যায় তথ্য দিন। কনফার্ম না হয়ে কোন তথ্য দেবেন না দয়া করে। এই ফরমটা দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিন। এবং মনে রাখবেন, এখন এক থাকার সময়, নিজেদের মধ্যে বিভক্তির সময় না। একটা গুজব দশটা সত্যি ঘটনার গুরুত্ব হালকা করে দেয়।
* আপনার সব তথ্য গোপন রাখা হবে।
* এই তথ্য সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ থেকে স্বেচ্ছাসেবার অংশ হিসাবে সংগ্রহ করা হচ্ছে।
* এখানে থেকে তথ্যগুলি পাবলিকলি প্রকাশ করা হবে এবং ভবিষ্যতে কোন ধরণের সাহায্য করা সম্ভব হলে সেটা করা হবে।